আলু দিয়ে আগুন ধরান ! কি ভয় পেলেন ?

আজ আর কনো কথা না বারিয়ে কাজের কথায় আসি । আজ আমি আপনাদের দেখাব কিভাবে আলু দিয়ে আগুন ধরানো যায় ! কি ভয় পেলেন ! ভয় পাওার কিছু নাই । LED  লাইটের আগুন।

যা যা লাগবে

  1.  একাধিক আলু ।
  2. ২ টা বা তার বেশি zinc এর লুহা
  3. ২টা বা তার বেশি copper-এর লূহা
  4. কিছু তার । 
picture গুলা দেখেন আশা করি বুঝবেন। আর আমি তো মোটামোটি explain করেছিই।

১. দেখতেই পারতেছেন , এখানে ২টা আলু ,২ টা করে zinc আর copperএর লো হা । এগুল বাজারে  কিনতে পাবেন।
২. এখানেও বুঝতে পারতেছেন কি করতে হবে ।
৩. এখানেও কি কিছু বুঝেন নাই । আরে ভাই ! অই nail গুলা আলুতে ডুকাইতে হবে ।
৪. একাধিক আলু হলে এভাবে রাখেন । একাধিক আলুর দরকার হতে পারে কারন ১টা আলু দিয়ে অনেক সময় লাইট জ্বলে না । তাই একাধিক আলুর দরকার হয় । যেমন আমি ব্যবহার করেছি ।

৫. এখন আপনি একাধিক তার হলে এখানে আমি যে ভাবে আড়া আড়ি ভাবে লোহা দুইটা যোগ করলাম , আর বেশি আলু হলেও একি ভাবে যোগ করবেন । যত বেসি আলু হবে লাইটে তো তো বেশি power পাবেন ।এক তার copper লোহার সাথে আর আরেকটা zinc -এর লোহার সাথে সংযোগ করবেন ।
৬. এখন just আলুর বাকি দুই প্রান্ততে লাইটের দুই প্রান্ত যোগ করে দিন ।
লাইট জ্বলে উঠবেই ।আমার এই experiment -টা আপনার ভাল লাগলে facebook-এ আমাকে এড করতে পারেন । আমাকে শেখানেই পাবেন ।
আরেকটা কথা । কারো FB তে যদি Photo verification চায় তাহলে আমাকে ADD করতে পারেন। আমি এটা ঠিক করে দিতে পারি । তবে কিছু শর্ত সাপেক্ষে করে দিবো ।  আজ আর না অনেক রাত হলো ঘুমাইতে হবে।
আরেকটা কথা ভুলে গেলাম, এই experiment-টা গাজর দিয়াও করা যায় । হা...হা...
.......-.________
----/ \_)_______)  'Am here @ FACEBOOK.
...........    ()___)
................()__)
----\___()_)

আমার আরও টিউনসঃ

Related Post:

  • একটি কার্যকরী সার্চ ইঞ্জিনের মাধ্যমে নিজ সাইটের ব্যাকলিংক করুন সালাম সকল ভাইদের। আসা অক্রি সকলে ভাল আছেন এবং নিয়মিত আমার ব্লগ পড়ছেন। আজকে ওয়েব ডেভলপেরদের জন্য জেনে রাখা এবং মনে রাখার মত কিছু কার্যকরী টিপস নিয়ে এসেছি। আসা করি আপনাদের ভাল লাগবে। আমরা যারা ব্লগিং করি বা ফ্রিল্যান্সিং করি তারা সবাই জানি ওয়েবসাইট প্রমোটের জন্য কীওয়ার্ডভিত্তিক ব্যাকলিংক কতটা জরুরী। আর এ ব্যাকলিংক যদি ভাল পেজ র‌্যাংক সমৃদ্ধ ওয়েবসাইটে করা যায় ত… Read More
  • গ্রামীণ সিম দিয়ে ফ্রি ইন্টারনেট চালান আজীবন মেয়াদ (মেগা টিউন) আমি আজকে আপনাদের দেখাব কিভাবে গ্রামীণ সিম দিয়ে আজীবন ফ্রি ইন্টারনেট চালাবেন। আমি তিন মাস হল এভাবে ইন্টারনেট চালাছি। আপনারা ও পারবেন। আর বকবক না করে কাজ শুরু করি। আপনার যা যা লাগবেঃ ১-একটি GP সিম ২-একটি মডেম ৩-একটি কম্পিটার এবার মুল কাজে যায় ঃ ১-প্রথমে এখানে যান  download করে আনজিপ করুন। তারপর এখানে যান । এখান থেকে ১টি একাউন্ট করেন। ২-তারপর আপনা… Read More
  • ফ্রীতে VPN (Virtual Private Network) কানেকশন তৈরি করুন Virtual Private Network কে সংক্ষেপে VPN বলা হয়। একটি VPN, অথবা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক নির্মাণ ইন্টারনেটের একটি ভার্চুয়াল “টানেল” যার মাধ্যমে আপনার ডাটা আপনার কম্পিউটার থেকে আদান প্রদান করতে পারে। UCR এ VPN হার্ডওয়্যার হিসাবে কাজ করবে. মনে করুন ভিপিএন বলতে একটি কাল্পনিক প্রাইভেট নেটওয়ার্কের কথা বলা হচ্ছে। একটা কম্পানির অনেক গুলো কম্পিউটার এর মাঝে নেটওয়ার… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment