আপনার পিসি থেকে শেয়ার করুন ইন্টারনেট ব্লুটুথ এর মাধ্যমে এবং আপনার মোবাইল এ ইন্টারনেট চালান ফ্রীতে

আপনার পিসি থেকে শেয়ার করুন ইন্টারনেট ব্লুটুথ এর মাধ্যমে এবং আপনার মোবাইল এ ইন্টারনেট চালান ফ্রীতে। কথা না বাড়িয়ে চলুন সরাসরি টপিক এ চলে যাই।
প্রথমে দেখে নিন কি কি লাগবে
১. ডেস্কটপ এর জন্য ব্লুটুথ ।
২. পিসিতে জাভা ইনস্টল থাকতে হবে ।
৩. Hiisi Suite Client  মোবাইলের জন্য । ( ডাউনলোড লিংক নীচে )
৪. Hiisi Suite Proxy পিসি জন্য । ( ডাউনলোড লিংক নীচে )
৫. ব্লুটুথ সমর্থিত মোবাইল ।
মোবাইলের ইনস্টলেশন :
১. Hiisi Suite Client  মোবাইলের জন্য  ডাউনলোড করুন ।
২. ফাইলগুলি এক্সট্র্যাক্ট করুন ।
৩. আপনার ফোন মেমরি বা মেমরি কার্ড  ফাইল গুলো কপি করুন ।
৪. সবগুলো ফাইল একই ফোলডারে কপি করুন ।
৫. তারপর hiisi.jad নামের  ফাইলটা মোবাইলে ইন্সটল করুন ।
৬. এখন একটি নতুন অ্যাপ্লিকেশন 'Hiisi Proxy' হিসাবে প্রদর্শিত হবে ।
পিসির ইনস্টলেশন :
১. Hiisi Suite Proxy পিসি জন্য  ডাউনলোড করুন ।
২. ফাইলগুলি এক্সট্র্যাক্ট করুন ।
৩. Pihatonttu এ ক্লিক করুন  এবং এডিট করুন ।
৪. আপনি নিম্নলিখিত কোড পাবেন :-
start javaw -Djava.library.path=. -cp .\lib\comm.jar;.\lib\jdic.jar;.\class Pihatonttu.PihatonttuMain COM15 null
৫. এখন COM port number এডিট করুন এবং Pihatonttu ওপেন করুন । (  আপনার COM পোর্ট খোঁজ এর নিয়ম নিচে )
৬. তারপর আপনি নিচের মত উইন্ডো পাবেন ।
৭.  এখন এটি মিনিমাইজ করুন ।

একসেস পয়েন্ট কনফিগারেশন :
১. প্রথমে আপনার মোবাইলের Settings->Phone settings->Connection->Destinations->Internet->Edit (May vary for your phone like Tools > Settings > Connection > Access points > Options >Advanced Settings এ ক্লিক করুন ।
২.  তারপর  Proxy server address 127.0.0.1
৩. এবং Proxy Port Number  1234
পিসির ইন্টারনেট সংযোগ :
১. আপনার ফোন মধ্যে ‘Hiisi Proxy’ ওপেন করুন ।
২. yes এ ক্লিক করুন  “ Allow Hiisi Proxy to use network and send or receive data”.

৩. ব্লুটুথ মোড নির্বাচন করুন এবং অপেক্ষা করুন ব্লুটুথ ডিভাইস অনুসন্ধান পর্যন্ত ।

৪. আপনার কম্পিউটারে ব্লুটুথ নাম সিলেক্ট করুন এবং এটি সিরিয়াল পোর্ট অনুসন্ধানের জন্য অপেক্ষা করুন । ( Hiisi Proxy আপনার পিসি মধ্যে চলমান হয় তা নিশ্চিত করুন)
৫.পরবর্তীতে দেখতে পাবেন  btspp :/ / .....
৬. এখন  আপনি প্রথমটি নির্বাচন করুন ।

৭. এখন  অপশন ক্লিক করুন এবং mark Check under Bluetooth connection এবং ওকে ক্লিক করুন ।
৮. এখন আপনি 'Hiisi Proxy-র ব্লুটুথ মোড পাবেন ।

৯. এখন অ্যাপ্লিকেশনটি বন্ধ না করেই ওয়েব ব্রাউজার  ওপেন করুন ।
১০. এরপর আপনার  কনফিগারেশন করা একসেস পয়েন্ট নির্বাচন করুন এবং ব্রাউজ করুন ।
১১.  এখন আপনি  মোবাইল থেকে যে সাইট ভিজিট করবেন তা আপনার পিসিতে দেখাবে ।

আপনার COM পোর্ট খোঁজ এর নিয়ম :
Open Device Manager and expand Ports (COM & LPT)
The first Bluetooth serial port should be the required one
In this example COM 15 should be used.
বিকল্প উপায়ে:
In bluesoleil software , Bluetooth ->My Device Properties.
Choose Services tab.
Note the first COM port.


ডাউনলোড লিংক : 
পিসি জন্য - http://cf.ly/1YKb
মোবাইলের জন্য - http://cf.ly/1YKd
চাইলে ঘুরে আসতে পারেন  --- Fan Page

Related Post:

  • বাংলা জোকস"একটা ছেলে আর একটা মেয়ে একটা রুমে প্রবেশ করলো অতপর - সব দরজা জানালা বন্ধ করলো অতপর ছেলেটা মেয়েটা জামা খুলতে লাগলো ? অতপর ? . . . . . . . হ্যা -অতপর শোনার জন্য খুব আগ্রহো নিয়ে আমরা অনেকেই এই রকম পোস্ট পড়ে থাকি কিন্তু আমাদের দুর্ভাগ্য কুর'আন হাদিসের কাহিনি পড়তে চাই না . এই রকম মন মানষিকতা যাদের আছে আল্লাহ তাদের হেদায়েত দিক - আমিন।… Read More
  • বাংলা জোকসএক বাচ্চা ছেলে তার বন্ধুদের কাছে প্রেগন্যান্ট কথাটি শুনেছে !! কিন্তু সে এর অর্থ জানে না! তাই সে কৌতুহলি হয়ে তার মাকে জিজ্ঞেস করল, মা প্রেগন্যান্ট অর্থ কি ? মা ভাবলেন যে এতটুকু ছেলেকে খারাপ কথা না শিখানোই ভাল, তাই তিনি বললেন প্রেগন্যান্ট অর্থ রাগ করা !!! এরপর একদিন বাচ্চাটি স্কুলে গেলে, হঠাৎ করে ছোট একটি মেয়ে বাচ্চার সাথে ধাক্কা খায়, তখন ঐই মেয়ে বাচ্চাটির মা পাশে থেকে … Read More
  • বাংলা জোকসএক কৃষক সুপারি গাছের গোড়ায় পান গাছ লাগিয়েছে !!! পানগাছ বড় হয়ে সুপারি গাছে উঠে গেছে... একদিন এক পাখি এসে পানপাতায় পায়খানা করে দিল !! তো অন্য এলাকার একলোক সেখানে গিয়ে এসব দেখে তো অবাক !! ... একই গাছে পানসুপারি কি করে সম্ভব?? আবার পান পাতায় পাখির বর্জ্য শুকিয়ে সাদা হয়ে গেছে যাকে লোকটি চুন ভেবেছে !! তারপর লোকটি পাখির পায়খানা ভরা পাতা আর গাছের সুপারি পেড়ে মুখে… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment