বিনা পুঁজিতে অনলাইনে আয়ের সবচেয়ে সহজ ও নির্ভরযোগ্য পদ্ধতিসমূহ: পর্ব ১

আমরা জানি অনলাইনে যারা ইনকাম করতে চায় তাদের বেশিরভাগি কোনো প্রকার অর্থ বিনিয়োগ করা ছাড়াই অর্থ উপার্জন করতে চায় তাই আমি ধারাবাহিক ভাবে কয়েকটি পোষ্টের মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে বিনাপুজিতে অনলাইনে আয় করা সম্ভব।
অনলাইনে অর্থ উপার্জন করার অনেক উপায় আছে যেগুলোর বেশিরভাগি আমাদের ধোকা দিয়ে থাকে, তাই এখানে শুধুমাত্র নির্ভরযোগ্য এবং সহজে অর্থ উপার্জনের উপায়গুলো উল্লেখ করা হয়েছে  আর সে কারণেই হয়তো এই তালিকাটি আপনার কাছে ছোট মনে হবে। যারা অনলাইনে একেবারে নতুন তাদের জন্য এই তথ্যগুলো প্রাথমিকভাবে পথ প্রদর্শক হিসেবে অর্থ উপার্জন করতে সাহায্য করবে।
অনলাইনে অর্থ উপার্জনের আরো কয়েকটি উৎস হচ্ছে স্টক এক্সচেঞ্জ, ফরেক্স ট্রেডিং, ইন্টারনেট মার্কেটিং, অনলাইন এডভারটাইজিং ইত্যাদি, কিন্তু এখানে অংশ নিতে বা যোগদান করতে আপনাকে প্রাথমিকভাবে কিছুটা বিনিয়োগ করতে হবে। তাই এই পদ্ধতিগুলো এখানে উল্লেখ করা হয়নি।
কোনো প্রকার বিনিয়োগ ও অভিজ্ঞতা ছাড়া অর্থ উপার্জনের পদ্ধতিগুলো হলোঃ
  • Paid To Click Websites - ওয়েবসাইট এ ক্লিক করে অর্থ উপার্জন
  • Aurora Websites - অরোরা ওয়েবসাইট
  • Paid to Share Files - ফাইল শেয়ার করে অর্থ উপার্জন
  • Money Making Forum - অর্থ উপার্জন ফোরাম
  • Money From AlertPay- এলার্ট পে থেকে অর্থ উপার্জন
  • Paid to Review - রিভিউ থেকে অর্থ উপার্জন
  • Paid To Write - লিখে অর্থ উপার্জন
  • Game Testing Job - গেম টেস্টিং জব
  • Money From Your Website - নিজের ওয়েবসাইট থেকে অর্থ উপার্জন
  • Money With Backlinks - ব্যাকলিংক থেকে অর্থ উপার্জন
  • Paid to Share Videos - ভিডিও শেয়ার করে অর্থ উপার্জন
  • Get Paid with Shrinked URLs - শ্রিন্ক ইউআরএল থেকে অর্থ উপার্জন
  • Get Paid to stay online - অনলাইন এ থেকে অর্থ উপার্জন
আজ এই পর্যন্তই। পরের পর্বগুলোতে আমি প্রতিটি পদ্ধতির লিংক সহ সংক্ষিপ্তভাবে বর্ণনা করবো ।  আমি যেহেতু নতুন লেখক তাই লেখার মান কিছুটা খারাপ হতে পারে । আশা করি ক্ষমাসুলভ দৃষ্টি নিয়ে পড়বেন । কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ।

Related Post:

  • ফোরাম পোস্টিং করে বোনাস ডলার দিয়ে এবার LiteForex ব্রোকারে ট্রেড (ফরেক্স নিয়ে আমার লেখা-১)বিসমিল্লাহির রাহমানির রাহিম।কেউ কেউ হয়ত শুধু জানেন ফোরামে পোস্ট করে শুধু InstaForex এ ট্রেড করা যায় । উফফ্‌ ! যদি এমনভাবে আরো কিছু ব্রোকারে ট্রেড করার সুযোগ থাকতো!! আবার কেউ হয়ত তা-ই জানেন না । আমার এই পোষ্টে একদমই নতুন যেটা থাকবে তা হচ্ছে আপনি ফোরামে পোস্ট করে LiteForex ব্রোকারে কিভাবে ট্রেড করবেন তা নিয়ে । আপনি যদি মোটামুটি ইংরেজী লিখতে পারেন ত… Read More
  • 250-রও বেশি High PR সোশ্যাল বুকমার্কিং সাইটের ঠিকানা ওয়েব মাস্টারদের জন্যসোশ্যাল বুকমার্কিং নিয়ে আগেও অনেক টিউন হয়েছে, কারো সাথে মিলে গেলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সোশ্যাল বুকমার্কিং এর গুরুত্ব ওয়েব মাস্টাররা সবাই জানেন, সাইটের seo করতে এর বিকল্প নেই। আর তাই সোশ্যাল বুকমার্কিং সাইটের ঠিকানাও জানা দরকার। ওয়েব মাস্টার দের কথা মনে রেখেই আমার এই পোস্ট। এখানে 25০ -রও বেশি সোশ্যাল বুকমার্কিং সাইটের ঠিকানা দেয়া আছে। আশা করি… Read More
  • মোবাইল এর মাধ্যমে সাইট তৈরি এবং আয় এর কৌশল। [পর্ব ১]র দাম কমে যাওয়া। এখন প্রায় সব ব্রান্ড এর মোবাইল এ gprs, wi-fi, edge, java ইত্যাদিসাপোর্ট করে।তাই সকলে এখন মোবাইল এ ইন্টারনেট ব্যাবহার এর মাধ্যমে বিভিন্ন Games,Application,Theme,Ringtone,Mobile Video,Wallpaper ইত্যাদি ডাউনলোড এর জন্যমোবাইল সাইট গুলো ব্যাবহার করে থাকে।তাই এখন সময় এসেছে মোবাইলের সাইট ব্যাবহারেরমাধ্যমে আয় করার।এই সাইটটি দেখুন: Wapnod - Free … Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment