ব্লগিং করে মাসে লাখ ডলার কামানো ৭ ব্লগার

আমাদের মধ্যে অনেকেই ব্লগিং শুরু করেন শখের বশে, কেউবা শুরু করেন টাকা আয়ের জন্য। একটা ব্লগ শুরু হয় অনেকগুলো বিষয় নিয়ে। কেউ হয়তো নিজের অভিজ্ঞতা, অনুভুতি নিয়ে লিখেন, কেউ আছেন কোন প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কিংবা অনেকে শুরু করেন টেকনোলজী নিয়ে। সবাই লিখলেও তাদের মাঝে খুব কয়েকজনেই এই ব্লগ দিয়েই আয় করেন। ব্লগিং করে কোটিপতি হওয়া ব্লগারের সংখ্যাও নেহায়েত কম নয়। তাদের মধ্যে থেকে শুধু মাত্র ব্লগিং এর পিছনে সময় ব্যায় করে যে সকল লোক  বা প্রতিষ্ঠান ইনকাম করেছ লক্ষ লক্ষ ডলার তার মধ্যে অন্যতম ১০টি ব্লগের পরিচিতি নিচে দেওয়া হলো।
কোটিপতি ব্লগার
১. হাফিংটন ব্লগ: সাম্প্রতিক কালের সবচেয়ে সেরা ব্লগ হচ্ছে এটি। এই ব্লগটি প্রতিষ্ঠিত হয়েছিলো ২০০৫সালে কয়েকজন কলামিষ্ট, লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আরিয়ানা হাফিংটনের মাধ্যমে। এই সাইটিতে দৈনিক ইনকাম হয় প্রায় ৩০,০০০ডলার।
সাইটের ঠিকানা হচ্ছে:  Here
২. ম্যাশহেবল: এই ব্লগটিতে স্বাভাবিক ভাবে বিনোদন ও সামাজিক মিডিয়া সম্পর্কে লিখা হয়। এই ব্লগটিও ২০০৫ সালে পিটে ক্যাশমোর নামীয় যুবক প্রতিষ্ঠিত করেন অথচ উনার বয়স তখন ছিলো মাত্র ১৯ বছর। এই ব্লগটির ইনকামের অন্যতম মাধ্যম হচ্চে বিজ্ঞাপন ।দৈনিক ইনকাম প্রায় ১৫,০০০ ডলার।
সাইটের ঠিকানা হচ্ছে: Here
৩. গ্যাজেট: এই ব্লগটিতে  বিভিন্ন ভোক্তা সাধারনকে সতর্ক করা ও গ্যাজেট  নিউজ প্রকাশ করা হতো বিভিন্ন ভাষায়। এই ব্লগের দৈনিক ইনকাক হচ্ছে ১০,০০০ডলার।
সাইটের ঠিকানা হচ্ছে: Here
৪. পিরেজ হিলটন: এই সাইটিতে প্রকাশ করা হতো সেলিব্রেটিতের বিভিন্ন তথ্য। এই ব্লগটি প্রকাশ করা হয় ২০০৪ সালে । এরও ইনকামের অন্যতম মাধ্যম হচেছ বিজ্ঞাপন।
সাইটের ঠিকানা হচ্ছে:  Here
৫.গিজমোডো: এই সাইটিতেও ক্রেতা সাধারনের বক্তব্য তুলে ধরা হতো। পিটার রজাস ২০০২সালে এই ব্লগটি চালু করেন।
সাইটের ঠিকানা হচ্ছে:  Here
৬.জয়স্টিক: যারা গেইমস পছন্দ করেন তাদের জন্য এই সাইটি নির্মান করেছেন পিটার রজার্জ। দৈনিক ইনকাম প্রায় ১৭০০০ডলার। বর্তমানে এই প্রতিষ্ঠানটির বা ব্লগটির মালিক এওএল।
Here
৭. রিটেয়ার এট ২১:  এই ব্লগটিতে ইয়াংদের জন্য বিভিন্ন প্রকার টিপস সরবরাহ করে থাকে। মাইকের ডানলপ ২০০৬ সালে এই ব্লগটি প্রতিষ্ঠা করেন। ‍ মাইকেল ডানলপ তার কলেজ জীবন জয় করতে পারেননি কিন্তু ইন্টারনেটকে জয় করেছেন।
Here

এছাড়াও আরো কয়েকটি ব্লগ এর নাম নীচে দেওয়া হল যেগুলো অনেক টাকা আয় করে প্রতিদিন অনলাইন থেকে।

৮. লাইফ হ্যাকার:
সকল প্রকার হ্যাকিং এর টিপস প্রদান করা ছিলো এই ব্লগের কাজ। বলতে গেলে সম্পূর্ণ হ্যাকিং ভিত্তিক সাইট।

৯। এন্ডু সুলিভন:  প্রভাবশালী রাজনৈতিক ব্লগ যা প্রতিষ্ঠিত করেছেন ব্রিটিশ লেখক ।
ঠিকানা: Here
১০. কোটাকু: এটিও হ্যাকার সাইট তবে অনেক কিছুই পাওয়া যায়। পরিচালিত হয় এমটিভি রিপোর্টার স্টিপেন টটিলো, এই সাইটের দৈনিক ইনকাম ১৫০০ডলার।
ঠিকানা Here

Related Post:

  • অসাধারন একটি ভাইরাস রিমুভার USB Disk Security 6.2.0.18 Fullসোনার বাংলাদেশ যার এমন কোথাও সোনার খনিত দুরের কথা রুপার খনিও নাই। তারপরও আমাদের যে স্বল্প সম্পদ আছে তার যদি সুস্ট ব্যাবহার করতে পারি তাহলে সোনার খনি না হোক রুপার খনিতে এই দেশকে পরিনিত করতে পারব । হাই হোক কাজের কথায় আসি , বর্তমান বিশ্বে সফটওয়্যারের চাহিদা সব চেয়ে বেশি, কারন সফটওয়্যার একায় অনেক কাজ কিছু সময়ের ভিতরে করে পেলতে পারে । তাছাড়া আমরা বিভিন্ন সময় ফুল ভার্শ… Read More
  • আপনার ফেইসবুক ফ্যান পেইজ এর যত খুশি লাইক বাড়ান,,আমরা অনেকেই ফেইসবুকে লাইক চাই কিন্তু লাইক বাড়ানোর এবং টকিং এবাউট বাড়ানোর রাস্তা জানিনা। Facebook Like বাড়ানোর জন্য প্রথমে YOU LIKE WHAT এ যান। (or go to http://www.youlikewhat.com) 1. তারপর রেজিস্টার করুন। 2. তারপর লগ ইন করুন। 3. রেজিস্টার করার পর আপনাকে ফ্রী ৫০ কয়েন দিয়ে দেয়া হবে। তারপর Add Site এ ক্লিক করে আপনার সাইট যোগ করুন। 4.  Add site এ যাওয়া… Read More
  • ফেসবুক লাইক এর সফটওয়্যার যারা odesk এন্ড freelancing এর কাজ করেন তাদের জন্য এই সফটওয়্যারআশাকরি সবাই ভালোই আছেন আমি এই ব্লগিং জগত এ নতুন এটাই আমার প্রথম পোস্ট আশাকরি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন তো এখন কাজ এর কথায় আসি আমরা যারা বিভিন্ন ফ্রীলাঞ্চিং সাইট এ কাজ করি তারা জানি জে ফেসবুক লাইক এর বিশাল চাহিদা সম্পরকে আমি আপ্নাদের কে এখন যেই সফটওয়্যার টি দেব এর নাম Codename Likes-Ultimate Goldv3.1 updated এই নিন ডাউনলোড লিঙ্ক Click Hereডাউনলোড করা শেস হইলে নিচ… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment