সহজেই ডাউনলোড করে নিন আপনার প্রয়োজনীয় সব ড্রাইভার

কিছু দিন যাবৎ আমার এক বন্ধুর লেপটপে সমস্যা হচ্ছিল । তাই সে নতুন করে Windows Setup দিতে চাইল কিন্তু সমস্যা হল ওর কাছে মাদারবোর্ডের সিডি নেই । 
সেটাপ দিলেতো সব ড্রাইভার পাবে না । তাই আমাকে বলল ড্রাইভার ডাউনলোড করে দিতে । তাই আমি একটু খোজাখোজি করে একটা দারুন সাইট পেলাম । সাইটটা হল Drivers.com । এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ি যেকোন ড্রাইভার ডাউনলোড করতে পারবেন । এখান থেকে আপনার ড্রাইভারের কোন সমস্যা থাকলে তাও ফিক্স করে নিতে পারবেন । এই সাইটটা মাইক্রোসফট সার্টিফাইড পার্টনার । এখানে আপনি সকল প্রকার টপ ড্রাইভারস এর সমস্যার সমাধান কিভাবে করবেন সেই সাহায্যও পাবেন । এখানে ড্রাইভার্স ডাউনলোড করার সিস্টেমটাও সুন্দার । আপনি ডিভাস টাইপ বা আপনার ড্রাইভারের কোম্পানি অনুযায়ি আপনার প্রয়োজনীয় ড্রাইভার ডাউনলোড  করতে পারবেন । আর দেরি না করে এখনি ডাউনলোড করে নিন আপনার প্রয়োজনীয় ড্রাইভার গুলো ।
সাইট লিঙ্কঃ Drivers.com
এই পোস্টে আপনার একটু উপকার হলেই আমার লেখা সার্থক । ভাল লাগলে লাইক ও কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন । আপনার মতামত জানাতে ভুলবেন না কিন্তু ।

Related Post:

  • আয় করুন আনলাইনএ জানুন এর বাস্তবতাঅনলাইন এ আয় ও বাস্তবতাআমরা অনেকেই অনলাইেন আয় করতে আগ্রহী কিন্তু সঠিক আয়ের পথ খুঁজতে খুঁজতে হয়রান বা বিপথে গিয়ে অনেক অর্থ দণ্ড দিয়েছি। বাস্তবতা হল  অনলাইেন আয় আর সুযোগ অনেক ই আছে কিন্তু কোনটা আপনার জন্য সঠিক ও সহজলভ্য তা বেছে নিতে হবে আপনাকেই। এজন্য বিভিন্ন ব্লগ পড়ুন অভিজ্ঞতা সঞ্চয় করুন বিভিন্ন আর্টিকেল পরে। সব শেষে চিন্তা করুন ও নিজের পথ তি নিজেই তিক করুন। প্রয়… Read More
  • ডাউনলোড করে নিন সমস্ত শক্তিশালী অ্যান্টিভাইরাস গুলির 2013 ভার্শনআমরা সবাই জানি , আজকের দিনে আমাদের সাইবার জীবন কি মারাত্মক বিপদের সামনে দাড়িয়ে । তাই আমাদের সবার চাই ভাল মানের  অ্যান্টিভাইরাস সফটওয়্যার।  আজ আপনাদের জন্য নিয়ে এসেছি  আপনাদের পরিচিত এবং অত্যন্ত শক্তিশালী কিছু অ্যান্টিভাইরাস এর লেটেস্ত অ্যান্টিভাইরাস। তাই আর কথা না বারিয়ে ডাউনলোড সুরু করে দিন...।১। Kaspersky Internet Securtiy 2013-  &n… Read More
  • উইন্ডোজ সেটাপের পর মন খারাপ! এত ড্রাইভ সেট আপ করব!! মন খারাপ করতে হবে না!!!ভাল থাকেন। আমরা উইন্ডোজ সেট আপ দেবার পর মন খারাপ করে বসে থাকি এত ড্রাইভ আবার সেট উপ করতে হবে। এখন এর মন খারাপ করতে হবে না। কারন আমি আপনাদের একটি সফটওয়্যার দিচ্ছি যা দিয়ে আপনি আগেই আপনার উইন্ডোজ এর ড্রাইভ গুলি Backup নিয়ে নিবেন। পরে তা Restore করে নিবেন।আর কাজ দেখুনঃএটি একটি পোর্টেবল সফটওয়্যার। এটি প্রথমে ক্লিক করুন। তারপরscan করুন দেখবেন আপনার সব ড্রাইভ গুলু সফটওয়্… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment