[ম্যাজিক] রুমাল কেটে আবার জোড়া লাগান

জাদুঃ

মন্চে জাদুকর এস পকেট থেকে একটা রুমাল বের করে । দর্শক দের বল্লোঃ আমি এই রুমালটা কেটে আবার জোড়া লাগিয়ে দিবো ।

আমরা অনেকেই ভাবি যে এটা নিশ্চয় মন্ত্র হবে । তাই আজ আমি ওই সব ভন্ড জাদুকরের মুখোশ খুলে দিলাম ।

উপকরন:

এই অবাক করা যাদুর খেলাটা দেখাতে হলে চাই একটা বারো ইন্চি সাইজের হলদে রং এর সিল্কের রুমাল । একই ধরনের হলদে সিল্কের একটা তিন ইন্চি সাইজের রুমাল অথবা কাপড় । আট ইন্চি লম্বা এবং এক ইন্চি ব্যাসযুক্ত একটা কাগজের টিউব । একটা ধারালো কাঁচি ।

প্রস্তুত প্রনালীঃ

যে কোন শক্ত ধরনের একটা কাগজ পাকিয়ে আট ইন্চি লম্বা এবং এক ইন্চি ব্যাসযুক্ত টিউবটি তৈরি করে নাও । টিউবটা তৈরি হওয়ার পর কাগজের খোলা দারটা আঠা দিয়ে জুড়ে নেবে । যাতে এটা খুলে না যায় । আঠা শুকিয়ে যাওয়ার পর একটা স্থায়ী টিউব তৈরি হয়ে গেলো ।

তিন ইন্চি সাইজের সিল্কের টুকরোটি টিউবের যে কোন একটা প্রান্তে দিয়ে ভেতরে ঢুকিয়ে রাখবে । যাতে বাইরে থেকে সেটা দেখতে পাওয়া না যায় । আবার খুব বেশি ভেতোরেও ঢুকিয়ে দেবে না । এমন জায়গায় সেটা থাকবে যাতে ইচ্ছামতো আঙ্গূল দিয়ে বার করে আনা চলে ।
এই কায়দা করা টিউব এবং কাঁচিটা থাকবে টেবিলের ওপর । বারো ইন্চি সাইজের রুমালটা ভাঁজ করে পকেটে রেখে দেবে ।

এখন তুমি খেলাটা দেখানোর জন্য প্রস্তুত ।
কৈশলঃ

১২ ইন্চির রুমালটা নিয়ে বলবেন এটা আমি কেটে ফেলবো । আবার জোড়া লাগিয়ে দিবো ।
হাতের রুমালটা টিউবের ভেতোরে প্রবেশ করান এবং এক অংশ বাহিরে রাখুন । আবার টিউবের অন্য প্রান্তে এর ভেতোরের আগের থেকে রেখে দেয়া রুমালের কিছু অংশ বের করে দেন ।

তাহলে দেখা যাবে যে টিউবের দু পাশে রুমালের ২ অংশ বের হয়ে আছে । এবার একটা ধারালো কাঁচি দিয়ে ঠিক মাঝ খান দিয়ে কেটে দিন । তাহলে টিউবটি দুখন্ড হয়ে যাবে ।

সবাই ভাববে সত্যি সত্যি রুমালটা কেটে গেছে । এবার রুমালটা জোডা লাগানোর পালাঃ
কাটা টিউবটা একসাথে ধরে রুমালের দু মাথা ভেতোরে রেখে দিন । এবার আগে থেকে রাখা ৩ ইন্চির রুমালটা বের করে সবাইকে দেখান যে রুমালটা ঠিকই আছে ।
নোটঃ
আমি প্রোফেশনাল কোন জাদুকর নয় । তাই নিজের ভাষায় লিখলাম । কারো বুঝতে সমস্যা হলে প্লিজ কমেন্ট করবেন ।

Related Post:

  • নেটওয়ার্কের সকল কম্পিউটার মনিটরিং এবং নিয়ন্ত্রণ করা কম্পিউটার ল্যাব, সাইবার ক্যাফে বা অফিসের কম্পিউটার ব্যবহারকারীরা কে কি করছে তা মনিটর এবং নিয়ন্ত্রণ করা দারুন এক সফটওয়্যার হচ্ছে ক্লাসরুম স্পাই। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চালিত কম্পিউটারে এই সফটওয়্যারটি নেটওয়ার্ক এ্যাডমিনিস্ট্রেটরদের দারুন কাজে দেবে। লোকাল নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত আছে এমন অফিসে কর্মকর্তারা, সাইবার ক্যাফের ব্যবহারকারীরা, কম্পিউটার ল্যাবের ছ… Read More
  • একদম ফ্রীতে নিয়ে নেন প্রিমিয়াম ভিপিএন । সবাই কেমন আছেন আশাকরি ভালো আছেন । ভালো থাকেন এখন আর ভালো থাকবেন ।আজকে আপনাদের দিবো প্রিমিয়াম ভিপিন সফটওয়্যার যাদিয়ে আপনি মাষে ১০০০জিবি ডাউনলোড করতে পারবেন।তাতে আপনার নেট খরচ কমবে যখন নেট চালাবেন তখন অবশ্যই কোন নেট প্যাকেজ করবেন না ।CyberGhost VPN একটি ব্যক্তিগত VPN ক্লায়েন্ট এবং অনলাইন পরিষেবা যা আপনাকে ইন্টারনেট ব্যবহারকারীদের একটি আপনার পিসি এবং আপনার আইএসপি মধ্য… Read More
  • কম্পিউটারে অন্যের অনুপ্রবেশ ঠেকাতে পিসির নিরাপত্তা দিন কম্পিউটারে অন্যের অনুপ্রবেশ ঠেকাতে আমরা উইন্ডোজে পাসওয়ার্ড দিয়ে থাকি। উইন্ডোজের এই ইউজার পাসওয়ার্ড সহজেই হ্যাক করা যায়। আবার সিস্টেম (বায়োস) পাসওয়ার্ড দিলেও ভাঙ্গা যায় সহজে। কিন্তু উইন্ডোজে যদি ইউজার পাসওয়ার্ড ছাড়াও  আরেকটি পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত করা যায় তাহলে কেমন হয়! উইন্ডোজর চালু হবার পরে লগইন স্ক্রিন আসার আগেই একটি পাসওয়ার্ড সেট করা যায়।… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment