[ম্যাজিক] রুমাল কেটে আবার জোড়া লাগান

জাদুঃ

মন্চে জাদুকর এস পকেট থেকে একটা রুমাল বের করে । দর্শক দের বল্লোঃ আমি এই রুমালটা কেটে আবার জোড়া লাগিয়ে দিবো ।

আমরা অনেকেই ভাবি যে এটা নিশ্চয় মন্ত্র হবে । তাই আজ আমি ওই সব ভন্ড জাদুকরের মুখোশ খুলে দিলাম ।

উপকরন:

এই অবাক করা যাদুর খেলাটা দেখাতে হলে চাই একটা বারো ইন্চি সাইজের হলদে রং এর সিল্কের রুমাল । একই ধরনের হলদে সিল্কের একটা তিন ইন্চি সাইজের রুমাল অথবা কাপড় । আট ইন্চি লম্বা এবং এক ইন্চি ব্যাসযুক্ত একটা কাগজের টিউব । একটা ধারালো কাঁচি ।

প্রস্তুত প্রনালীঃ

যে কোন শক্ত ধরনের একটা কাগজ পাকিয়ে আট ইন্চি লম্বা এবং এক ইন্চি ব্যাসযুক্ত টিউবটি তৈরি করে নাও । টিউবটা তৈরি হওয়ার পর কাগজের খোলা দারটা আঠা দিয়ে জুড়ে নেবে । যাতে এটা খুলে না যায় । আঠা শুকিয়ে যাওয়ার পর একটা স্থায়ী টিউব তৈরি হয়ে গেলো ।

তিন ইন্চি সাইজের সিল্কের টুকরোটি টিউবের যে কোন একটা প্রান্তে দিয়ে ভেতরে ঢুকিয়ে রাখবে । যাতে বাইরে থেকে সেটা দেখতে পাওয়া না যায় । আবার খুব বেশি ভেতোরেও ঢুকিয়ে দেবে না । এমন জায়গায় সেটা থাকবে যাতে ইচ্ছামতো আঙ্গূল দিয়ে বার করে আনা চলে ।
এই কায়দা করা টিউব এবং কাঁচিটা থাকবে টেবিলের ওপর । বারো ইন্চি সাইজের রুমালটা ভাঁজ করে পকেটে রেখে দেবে ।

এখন তুমি খেলাটা দেখানোর জন্য প্রস্তুত ।
কৈশলঃ

১২ ইন্চির রুমালটা নিয়ে বলবেন এটা আমি কেটে ফেলবো । আবার জোড়া লাগিয়ে দিবো ।
হাতের রুমালটা টিউবের ভেতোরে প্রবেশ করান এবং এক অংশ বাহিরে রাখুন । আবার টিউবের অন্য প্রান্তে এর ভেতোরের আগের থেকে রেখে দেয়া রুমালের কিছু অংশ বের করে দেন ।

তাহলে দেখা যাবে যে টিউবের দু পাশে রুমালের ২ অংশ বের হয়ে আছে । এবার একটা ধারালো কাঁচি দিয়ে ঠিক মাঝ খান দিয়ে কেটে দিন । তাহলে টিউবটি দুখন্ড হয়ে যাবে ।

সবাই ভাববে সত্যি সত্যি রুমালটা কেটে গেছে । এবার রুমালটা জোডা লাগানোর পালাঃ
কাটা টিউবটা একসাথে ধরে রুমালের দু মাথা ভেতোরে রেখে দিন । এবার আগে থেকে রাখা ৩ ইন্চির রুমালটা বের করে সবাইকে দেখান যে রুমালটা ঠিকই আছে ।
নোটঃ
আমি প্রোফেশনাল কোন জাদুকর নয় । তাই নিজের ভাষায় লিখলাম । কারো বুঝতে সমস্যা হলে প্লিজ কমেন্ট করবেন ।

Related Post:

  • এ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কিভাবে আয় করবেনএ্যাফিলিয়েট মার্কেটিং বলতে সাধারনত পন্য বিক্রি করে কিছু কমিশন প্রাপ্তিকে বোঝানো হয়ে থাকে।আমাদের দেশে এ ধরনের  ব্যবসা করছে অনেক প্রতিষ্ঠান। বর্তমান সময়ে অনলাইন থেকে যতগুলো আয়ের পন্থাসম্পর্কে আমরা জেনেছি, এ্যাফিলিয়েট মার্কেটিং তাদের মধ্যে অন্যতম। ভাল মানের একজন ব্লগার এ মাধ্যম থেকেপ্রচুর পরিমান অর্থ উপার্জন করতে সক্ষম। ভাল মানের একজন ব্লগারের কথা বলছি এ ক… Read More
  • রিরাইটিং ফ্যিল্যান্সিং কাজকিছুদিন আগে আরটিকের রি-রাইটিং একটা কাজ পাই, সেক্ষেত্রে বায়ার আমাকে রিমোট ডেস্কটপ শেয়োর দেয় এবং একট সফটওয়্যার ইউস করতে হয়। সফপওয়্যার হলো আরটিকেল স্পিনার। এই সফটওয়্যার কাজ হলো সিনো্নিইমস চেন্জ করা। SEO এর কাজের জন্য ইউনিক আরিটেকল প্রয়োজন। আপনার ইউনিক আরিটেকল হলে সাইট ইনডেক্ক্য দুত হবে। এর জন্য রি রাইটিং এর কাজ করতে পারেন। আপনারা আরটিকেল চেন্জার সাহায়্য নিতে পারেন। ক… Read More
  • ফ্রী তে অ্যাড দিন Google AdWords এ।আজ কে আমি আপনাদের সাথে আরো নতুন একটি খবর শেয়ার করব। google adwords সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। google adsense থিকে আমরা টাকা পাই তাদের অ্যাড আমাদের সাইট এ দিয়ে। এবং google adwords আমরা টাকা দিয়ে অ্যাড দেই আমাদের সাইট এর জন্য। আমরা সবাই ভাল মত জানি google adwords টাকা ছাড়া আমাদের অ্যাড দেয় না। কিন্তু কিছু দিন আগে আমি আমার নতুন সাইট http://www.LiveOnlineRadio.n… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment