কী-ওয়ার্ড রিসার্চের জন্য সেরা ১০টি টুল

যারা এস.ই.ও সেক্টরে যারা  কাজ করছেন একমাত্র তারাই বলতে পারবেন যে এস.ই.ও এর ক্ষেত্রে কী-ওয়ার্ড রিসার্চের গুরুত্ব। তবে আমি জাস্ট একটি কথাই বলতে চাই আপনি যদি ঠিক মত কী-ওয়ার্ড রিসার্চ করতে না পারেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষে পৌছাতে অনেক কষ্ট করতে হবে তবে আপনি যদি আপনার কী-ওয়ার্ড সঠিক ভাবে রিসার্চ করতে পারেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষে সহজেই পৌছাতে পারবেন।
যারা কী-ওয়ার্ড রিসার্চ সম্পর্কে একেবারেই নতুন তাদের জন্য কিভাবে সঠিক ভাবে কী-ওয়ার্ড কিভাবে করতে হবে তা নিয়ে বিস্তারিত আকারে একটি টিউন করবো । আজকের টিউনটি যাদের কী-ওয়ার্ড রিসার্চ সম্পর্কে ধারনা আছে শুধু তাদের জন্যই আর আপনারা টিউনের টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আমি কি নিয়ে লিখবো হ্যাঁ আপনি ঠিকই বুঝেছেন আমি কী-ওয়ার্ড রিসার্চের জন্য সেরা ১০টি ফ্রী কী-ওয়ার্ড রিসার্চ টুল শেয়ার করবো।
keyword-research

১) Google Adwords Tool :

গুগল অ্যাডওয়ার্ডস টুল সম্পর্কে কিছু বলার প্রয়োজন আছে বলে মনে হয়না। কারন এটি সম্পর্কে সবাই জানেন এবং প্রত্যেক ওয়েব মাস্টারের পছন্দের টুল হল এটি।
গুগল অ্যাডওয়ার্ডস টুল এর লিংক click here

2) SEM Rush :

গুগল অ্যাডওয়ার্ডস টুল এর পর SEM  Sush কেই আমরা সাজেস্ট করবো। এটি আপনার কী-ওয়ার্ড রিলেটেড সার্চ সাজেস্ট করে।
SEM Rush এর লিঙ্ক click here

৩) Spyfu :

Spyfu হল ওয়েব মাষ্টারদের পছন্দের অন্যতম একটি টুল । এই টুল দিয়ে আপনি দুই ভাবে আপনার কী-ওয়ার্ড সার্চ করতে পারবেন ।এটি আপনাকে হাই রেঙ্ক কী-ওয়ার্ড দেখানোর পাশাপাশি ওয়েব সাইট সম্পর্কিত সকল তথ্যও আপনাকে সাজেস্ট করে।
Spyfu এর লিঙ্ক click here

৪) Woorank Website Review টুল :

Woorank Website Review টুলের মাধ্যমে আপনি আপনার কম্পিটিটরদের কী-ওয়ার্ড, ব্যাকলিঙ্ক সহ প্রয়োজনীয় সব তথ পাবেন।
Woorank Website Review টুলবারের লিঙ্ক woorank.com

৫) Keyword Spy :

Keyword Spy ওয়েব মাষ্টারদের জন্য অনেক কাজের একটি টুল।
Keyword Spy আপনাকে কী-ওয়ার্ড সার্চ করার পর রেজাল্টের পাশাপাশি আপনার সিলেক্ত করা কী-ওয়ার্ড এর কম্পিটিটরদের সাজেস্ট করে । Keyword Spy আপনাকে Adwords, Yahoo এবং Bing থেকে ডাটা কালেক্ট কর শো করে।
Keyword Spy এর লিঙ্ক click here

৬) Keyword Discovery :

Keyword Discovery তে আপনি আপনার কী-ওয়ার্ড সার্চ করার পর কী-ওয়ার্ড রিলেটেড ১০০টি কী-ওয়ার্ড সাজেস্ট করবে। এই টুলটি আপনাকে ১০০টি সার্চ ইঞ্জিন থেকে ডাটা কালেক্ট করে দিবে।
Keyword Siscovery এর লিঙ্ক click here

৭) Google Trends :

Google Trends অন্যতম একটি হ্যান্ডি টুল ।
এই টুল দ্বারা আপনি আপনার কী-ওয়ার্ড এর দিন , সপ্তাহ এবং মাসিক হিসাবে বিবরন পাবেন।
Google Trends এর অফিশিয়াল লিঙ্ক   click here

৮) Word Stream Keyword টুল :

Word Stream Keyword টুল দ্বারা আপনি আপনার সার্চ করা কী-ওয়ার্ড এর সার্চ ভলিওম, ফ্রিকেয়ন্সি এবং আপনার প্রতিযোগীদের সাজেস্ট করবে।
Word Stream Keyword টুল এর অফিশিয়াল লিঙ্ক click here

৯) SEO Quake :

SEO Quake মজিলা ফায়ারফক্সের একটি টুলবার।
এটি দিয়ে আপনি আপনার কী-ওয়ার্ড প্রতিযোগীদের সাইটের বয়স, পেইজ র‍্যাঙ্ক, ব্যাকলিঙ্ক সহ প্রয়োজনীয় সব তথ্য জানতে পারবেন।
SEO Quake ডাউনলোড লিঙ্ক click here

১০) Soovle :

Soovle সুন্দর, ফ্রী এবং খুব দ্রুততর একটি সাইট ।
এই সাইট আপনাকে সকল সার্চ ইঞ্জিন থেকে ডাটা কালেক্ত করে দিবে।
Soovle এর লিঙ্ক click here
আশা করছি নতুনদের কাজে লাগবে ।
ভালো লাগলে বা কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন।
কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
  • 0Blogger Comment
  • Facebook Comment