oDesk এর উপর শনির আছর”

গতকাল থেকে oDesk এ  বাংলাদেশি ফ্রীলেঞ্ছারদের account গনহারে বন্ধ করে দেয়া হচ্ছে । যাদের account গুলো এখন পর্যন্ত ভেরফিকেশান করা হই নি, শুধুমাত্র তাদের বেলায় এই অঘটন ঘটছে । অনেকে হইত নতুন কাজ পেয়েছেন অথবা একটা দুটা কাজ করছেন তাদের কাজ গুলো এখন আর করা যাচ্ছে না ।আর যাদের ইন্টার্ভিউ চলছিলো, তাদের ইন্টার্ভিউ গুলো বন্ধ করে দেয়া হয়েছে । তাই বলা যাই, বাংলাদেশী ফ্রীলাঞ্চারদের মাথাই রীতিমত আকাশ ভেঙ্গে পরেছে । অনেক মেয়ে ফ্রীলাঞ্ছারদের দেখলাম হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে । ছেলেরা মানসিক ভাবে মোটামুটি শক্ত থাকলেও, তবে ইতিমধ্যে বড় ভাই, IT এক্সপার্ট , পীর ফকির এর বাড়িতে ছোটাছুটি শুরু করেছেন । সবার একটাই চিন্তা কিভাবে এই “শনির আছর” থেকে মুক্ত হওয়া যাই ????
সবার সুবিধারতে যানিয়ে রাখি, এই শনির আছর কে বৃহস্পতি করার উপাই শুদুমাত্র আপনার হাতে । কোন পীর ফকির এর উপদেশ/তাবিয/পানি পরা কোন কিছুই দরকার নেই । oDesk এর customer careএর সাথে যোগাযোগ করে জানা গেছে যে, তারা একটা জরিপ করার উদ্দেশে এই কু কাজ টি করছে । কিছুদিন ধরে, oDesk এ ভুয়া ফ্রীলাঞ্চার এর হার অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়াছিল । ফলে buyer দের রিয়েল ফ্রীলাঞ্ছার খুজে পেতে অনেক দুরভগ পোহাতে হতো । যদিও ভুয়া buyer সংখ্যাও কম নয় । তাই যাদের আইডি এখনও বাতিল হই নি অথবা হএ গেছে তারা সকেলেই আইডি ভেরিফিকেশান করে ফেলুন ।
আইডি ভেরিফিকেশান আর জন্য সবচেয়ে গুরুত্তপুরন যে জিনিশটি, তা হচ্ছে ব্যাংক statement. তবে ব্যাংক statement ব্যাংক এর সাধারন statement হলে হবে না । statement টি অবশ্যই ব্যাংক এ প্যাডে এবং ব্যাংক এর কালার লোগো যুক্ত হতে হবে । এই ধরনের statement সাধারনত ব্যাংক থেকে দিতে চাইবে না । আপনাকে একটি আবেদনপত্র এবং তার সাথে কয়েকটি ঝাঁরী দিতে হবে ব্যাংক অফিসার কে । তানাহলে সহেজে কালার statement বের করতে পারবেন না । ব্যাংক আপনাকে সাদেকালো নরমাল statement হাতে ধরিএ বিদায় করে দিবে । So be careful. এছারা আপনার ভোটার আইডি কার্ড অ্যান্ড পাসপোর্ট যদি থাকে তা হাথের কাছেই রাখবেন । যদি প্রয়োজন হয় তাহলে সাবমিট করে দিবেন । তবে সবার ক্ষেত্রে এগুলা লাগছে না, শুধুমাত্র statement দিয়ে কাজ হএ যাচ্ছে ।
অতএব আর দেরি না করে, এখনই ব্যাংক এ চলে যান এবং অতি দ্রুত ভেরিফিকেশান করে ফেলুন । একবার ভেরফিকেশান হএ গেলে এরপর নাকে তেল দিয়া Bid করতে থাকুন । এবার আর কাজ পায়তে কষ্ট হবে না, কারন ভুয়া প্রোফাইল সব এই সুজুগে বাদ পরে যাবে এবং কাজ আর competition আগের চেয়ে অনেক কমে যাবে ।

Related Post:

  • একদম ফ্রীতে নিয়ে নেন প্রিমিয়াম ভিপিএন । সবাই কেমন আছেন আশাকরি ভালো আছেন । ভালো থাকেন এখন আর ভালো থাকবেন ।আজকে আপনাদের দিবো প্রিমিয়াম ভিপিন সফটওয়্যার যাদিয়ে আপনি মাষে ১০০০জিবি ডাউনলোড করতে পারবেন।তাতে আপনার নেট খরচ কমবে যখন নেট চালাবেন তখন অবশ্যই কোন নেট প্যাকেজ করবেন না ।CyberGhost VPN একটি ব্যক্তিগত VPN ক্লায়েন্ট এবং অনলাইন পরিষেবা যা আপনাকে ইন্টারনেট ব্যবহারকারীদের একটি আপনার পিসি এবং আপনার আইএসপি মধ্য… Read More
  • কম্পিউটারে অন্যের অনুপ্রবেশ ঠেকাতে পিসির নিরাপত্তা দিন কম্পিউটারে অন্যের অনুপ্রবেশ ঠেকাতে আমরা উইন্ডোজে পাসওয়ার্ড দিয়ে থাকি। উইন্ডোজের এই ইউজার পাসওয়ার্ড সহজেই হ্যাক করা যায়। আবার সিস্টেম (বায়োস) পাসওয়ার্ড দিলেও ভাঙ্গা যায় সহজে। কিন্তু উইন্ডোজে যদি ইউজার পাসওয়ার্ড ছাড়াও  আরেকটি পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত করা যায় তাহলে কেমন হয়! উইন্ডোজর চালু হবার পরে লগইন স্ক্রিন আসার আগেই একটি পাসওয়ার্ড সেট করা যায়।… Read More
  • নেটওয়ার্কের সকল কম্পিউটার মনিটরিং এবং নিয়ন্ত্রণ করা কম্পিউটার ল্যাব, সাইবার ক্যাফে বা অফিসের কম্পিউটার ব্যবহারকারীরা কে কি করছে তা মনিটর এবং নিয়ন্ত্রণ করা দারুন এক সফটওয়্যার হচ্ছে ক্লাসরুম স্পাই। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চালিত কম্পিউটারে এই সফটওয়্যারটি নেটওয়ার্ক এ্যাডমিনিস্ট্রেটরদের দারুন কাজে দেবে। লোকাল নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত আছে এমন অফিসে কর্মকর্তারা, সাইবার ক্যাফের ব্যবহারকারীরা, কম্পিউটার ল্যাবের ছ… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment